Details
জেলা তথ্য অফিস, ঠাকুরগাঁ
০৭/০৯/২০২২ খ্রি. তারিখে, জেলা তথ্য অফিস, ঠাকুরগাঁও কর্তৃক শিবগঞ্জ ডিগ্রি কলেজ হলরুমে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে মহিলা সমাবেশের আয়োজন করা হয়।
উক্ত মহিলা সমাবেশে জনাব মোঃ আসরাফুল হক, অধ্যক্ষ, শিবগঞ্জ ডিগ্রি কলেজ, ঠাকুরগাঁও এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ মাহমুদউজ্জামান, প্রোগ্রামার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, ঠাকুরগাঁও।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফজিলা খাতুন, সহকারী অধ্যাপক, জনাব মোছাঃ আইয়ুমা নেছা, সহকারী অধ্যাপক ও আছিয়া খাতুন , সহকারী অধ্যাপক, শিবগঞ্জ ডিগ্রি কলেজ ।
মহিলা সমাবেশে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব এইচ. এম. শাহজাহান মিয়া, সহকারী তথ্য অফিসার, জেলা তথ্য অফিস, ঠাকুরগাঁও।
মহিলা সমাবেশে করোনাভাইরাস পরিস্থিতি ও দুর্যোগকালে সরকারের বিভিন্ন পদক্ষেপ, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন, নারী উন্নয়নে সরকারের গৃহীত কার্যাবলী, ভিশন ২০৪১ এর লক্ষ্য ও অর্জনসমূহ এবং মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম এবং তথ্য অধিকার বিষয় নিয়ে আলোচনা করা হয়। মহিলা সমাবেশে প্রায় ১২০ জন মহিলা উপস্থিত ছিলেন।