Details
জেলা তথ্য অফিস, ঠাকুরগ
০৬ নভেম্বর ২০২২ খ্রি. তারিখে, জেলা তথ্য অফিস ঠাকুরগাঁও কর্তৃক বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় 'এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি' অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ আলী, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, বালিয়াডাঙ্গী উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আল মামুন অর রশিদ, প্রভাষক, ঠাকুরগাঁও সরকারি কলেজ, জনাব নির্মল চন্দ্র সিংহ, সহকারী শিক্ষক, বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব এইচ. এম. শাহজাহান মিয়া, সহকারী তথ্য অফিসার, জেলা তথ্য অফিস, ঠাকুরগাঁও। সভাপতিত্ব করেন জনাব মোঃ জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক, বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধ ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বীর মুক্তিযোদ্ধাকে জেলা তথ্য অফিস ঠাকুরগাঁও এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।