Details
১২ জানুয়ারি ২০২৩, জেলা তথ্য অফিস, ঠাকুরগাঁও এর উদ্যোগে ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে জেলা পরিষদ অডিটোরিয়াম, ঠাকুরগাঁও এ চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাবেদ আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, ঠাকুরগাঁও, জনাব মোঃ আল মামুন অর রশিদ, প্রভাষক, ঠাকুরগাঁও সরকারি কলেজ, জনাব মোঃ কাদিমুল ইসলাম যাদু, সিনয়র সহকারী শিক্ষক (চারুকলা), ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, জনাব মোঃ বেলাল হোসেন, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ, ঠাকুরগাঁও, জনাব সবুজ সেন, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ, ঠাকুরগাঁও, জনাব এইচ. এম. শাহজাহান মিয়া, সহকারী তথ্য অফিসার, জেলা তথ্য অফিস, ঠাকুরগাঁও।
চিত্রাংকন প্রতিযোগিতা শেষে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা করা হয়। আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।