Details
০৮ জুন ২০২২ তারিখে, জেলা তথ্য অফিস ঠাকুরগাঁও এর আয়োজনে হরিপুর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে "শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন" শীর্ষক প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জিয়াউল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, হরিপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোতাহারা পারভীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, হরিপুর, জনাব নগেন কুমার পাল, সভাপতি(ভারপ্রাপ্ত), বাংলাদেশ আওয়ামী লীগ, হরিপুর উপজেলা শাখা, জনাব জেসমিন আক্তার শিখা, সভাপতি, উপজেলা মহিলা আওয়ামী লীগ, হরিপুর, জনাব সৈদুর রহমান, অধ্যক্ষ, সরকারি মোসলেম উদ্দিন কলেজ, হরিপুর।
ওরিয়েন্টেশন কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব বহ্নি শিখা আশা, উপজেলা নির্বাহী অফিসার, হরিপুর
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব এইচ. এম. শাহজাহান মিয়া, সহকারী তথ্য অফিসার, জেলা তথ্য অফিস, ঠাকুরগাঁও।
উক্ত কর্মশালায় গুজব, অপপ্রচার, সাম্প্রদায়িকতা, বাল্য বিবাহ প্রতিরোধ, নারী শিক্ষা, শিশুর মানসিক বিকাশ, অটিজম, নিরাপদ মাতৃত্ব, নারীর ক্ষমতায়ন, শিশু ও নারী উন্নয়নে সরকারের গৃহীত কার্যাবলী এবং বিভিন্ন সচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়৷ কর্মশালায় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, এনজিও কর্মী, ইমাম, পুরোহিতসহ ৪০ জন উপস্থিত ছিলেন।