Details
ঠাকুরগাঁওয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা
ঠাকুরগাঁও জেলায় ২৭ ফেব্রুয়ারি সোমবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস, ঠাকুরগাঁও এর উদ্যোগে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোঃ মামুন ভূঁইয়া এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ শাহারুল আলম মন্ডল, বাংলাদেশ বেতার আঞ্চলিক পরিচালক মোঃ আব্দুর রহিম, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হক, ঠাকুরগাঁও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দ্রৌপদী দেবী আগারওয়ালা, ঠাকুরগাঁও জেলা সহকারী তথ্য অফিসার এইচ. এম. শাহজাহান মিয়া, ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মজিবর রহমান শেখ , সহ বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। মতবিনিময় সভায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের মানুষের করণীয়, এর রুপরেখা, লক্ষ্য, মূল বিষয়, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে ১৪টি কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।