Title
Courtyard meeting by video call
Details
২৬ জানুয়ারি ২০২৩, জেলা তথ্য অফিস, ঠাকুরগাঁও এর উদ্যোগে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের মোহনপুর গ্রামে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)' র আওতায় ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠকের আয়োজন করা হয়।
উন্মুক্ত বৈঠকে ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ অধিদপ্তরের সম্মানিত পরিচালক(প্রচার ও সমন্বয়), জনাব হাছিনা আক্তার।
উন্মুক্ত বৈঠকে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জনাব মোঃ আলম হোসেন, ২নং ওয়ার্ড সদস্য, জনাব এইচ. এম. শাহজাহান মিয়া, সহকারী তথ্য অফিসার, জেলা তথ্য অফিস, ঠাকুরগাঁও এবং এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
উন্মুক্ত বৈঠকে করোনাভাইরাস পরিস্থিতি ও দুর্যোগকালে সরকারের বিভিন্ন পদক্ষেপ, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন, নারী উন্নয়নে সরকারের গৃহীত কার্যাবলী, ভিশন ২০৪১ এর লক্ষ্য ও অর্জনসমূহ এবং মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম এবং তথ্য অধিকার বিষয় নিয়ে আলোচনা করা হয়।