Details
জেলা তথ্য অফিস ঠাকুরগাঁও এর আয়োজনে হরিপুর উপজেলা পরিষদ চত্বরে "শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন" শীর্ষক প্রকল্পের আওতায় ০২ দিন ব্যাপি শিশু মেলার আয়োজন করা হয়েছে।
সকালে বর্ণাঢ্য র্যালি ও ফিতা কাটার মাধ্যমে মেলার শুভ উদ্বোধন করেন জনাব মোঃ জিয়াউল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, হরিপুর। এ সময় সাথে ছিলেন জনাব মোঃ আব্দুল করিম, উপজেলা নির্বাহী অফিসার, হরিপুর ও অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জিয়াউল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, হরিপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল কাইয়ুম, উপজেলা ভাইস চেয়ারম্যান হরিপুর, জনাব মোতাহারা পারভীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, হরিপুর, জনাব নগেন কুমার পাল, সভাপতি(ভারপ্রাপ্ত), বাংলাদেশ আওয়ামী লীগ, হরিপুর উপজেলা শাখা, জনাব মোঃ তাজুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা, হরিপুর থানা, জনাব মোঃ রাফিউল ইসলাম, উপজেলা সমাজেসবা অফিসার, হরিপুর, জনাব মোঃ রায়হানুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার, হরিপুর।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল করিম, উপজেলা নির্বাহী অফিসার, হরিপুর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব এইচ. এম. শাহজাহান মিয়া, সহকারী তথ্য অফিসার, জেলা তথ্য অফিস, ঠাকুরগাঁও।
উক্ত আলোচনা সভায় শিশু ও নারী উন্নয়নের সরকারের গৃহীত কার্যাবলী এবং বিভিন্ন সচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়৷ র্যালিতে প্রায় ৫০০ ছাত্র- ছাত্রী অংশগ্রহণ করে। এছাড়াও শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।