Details
ঠাকুরগাঁওয়ে "স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত.....
২৫ মে ২০২৩, উপজেলা প্রশাসন, ঠাকুরগাঁও সদর ও জেলা তথ্য অফিস, ঠাকুরগাঁও এর উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে "স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়" শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রমেশ চন্দ্র সেন, মাননীয় সংসদ সদস্য, সভাপতি, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো, চেয়ারম্যান, উপজেলা পরিষদ ঠাকুরগাঁও, জনাব মোঃ মনসুর আলী, সভাপতি, ঠাকুরগাঁও প্রেসক্লাব।
সভাপতিত্ব করেন জনাব আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, ঠাকুরগাঁও সদর।
এছাড়াও উপস্থিত ছিলেন জনাব এইচ. এম. শাহজাহান মিয়া, সহকারী তথ্য অফিসার, জেলা তথ্য অফিস, ঠাকুরগাঁও, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সুশীল সমাজের সদস্যবৃন্দ, সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত আলোচনা সভায় ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চতুর্থ শিল্প বিপ্লবের গুরুত্ব ও এর চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।