Details
১৭/০৮/২০২২ খ্রি. তারিখে, জেলা তথ্য অফিস ঠাকুরগাঁও কর্তৃক রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগড় ঝাড়বাড়ি গ্রামে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় উন্মুক্ত বৈঠকের আয়োজন করা হয়।
উক্ত উন্মুক্ত বৈঠকে করোনাভাইরাস পরিস্থিতি ও দুর্যোগকালে সরকারের বিভিন্ন পদক্ষেপ, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ভিশন ২০৪১ এর লক্ষ্য ও অর্জনসমূহ এবং মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম এবং তথ্য অধিকার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। উন্মুক্ত বৈঠকে প্রায় ৮০ জন নারী - পুরুষ উপস্থিত ছিলেন।