Title
Courtyard meeting by video call
Details
০১ ডিসেম্বর ২০২২, জেলা তথ্য অফিস, ঠাকুরগাঁও কর্তৃক বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের গোয়ালধার গ্রামে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে বিশেষ ধরণের প্রচার কার্যক্রমের আওতায় ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠকের আয়োজন করা হয়।
ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ অধিদপ্তরের সম্মানিত উপ-পরিচালক (প্রশাসন) জনাব ফারহানা রহমান।
উক্ত উন্মুক্ত বৈঠকে উপস্থিত ছিলেন জনাব মোঃ আহম্মদ হোসেন ৬নং ওয়ার্ড ইউপি সদস্য, জনাব বিউটি আক্তার , ৪, ৫ ও ৬নং মহিলা সদস্য এবং এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
উন্মুক্ত বৈঠকে বক্তব্য প্রদান করেন জনাব এইচ. এম. শাহজাহান মিয়া, সহকারী তথ্য অফিসার, জেলা তথ্য অফিস, ঠাকুরগাঁও।
উন্মুক্ত বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে যেমন: আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন, শিক্ষা সহয়ক কর্মসূচি, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা ইত্যাদ বিষয় নিয়ে আলোচনা করা হয়।