Wellcome to National Portal
Main Comtent Skiped

Citizens Charter

ঠাকুরগাও জেলাতথ্য অফিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশসরকারের তথ্য মন্ত্রণালয়েরঅধীনগণযোগাযোগ অধিদপ্তর-এর মাঠ পর্যায়েরএকটি প্রচারধর্মী সেবামূলক প্রতিষ্ঠান।

 

*      জেলাতথ্য অফিস সরকারের কর্মসূচি ও নীতি সম্পর্কে দেশের শহর ও পল্লী এলাকারজনসাধারণকে অবহিত ও উদ্বুদ্ধ করে দেশের উন্নয়নে সম্পৃক্ত করে।

 

*      বিভিন্ন সামাজিক,অর্থনেতিকও স্বাস্থ্য সম্পর্কিত ইস্যুতে আন্তঃব্যক্তিক যোগাযোগ ও সুনির্দিষ্টপ্রচার কৌশল অবলম্বন করে এডভোকেসী প্রোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে তথ্য অফিসজনসাধারণকে সেবা প্রদান করে থাকে;

 

*      দেশেরঅনগ্রসর জনগোষ্ঠীকে উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার লক্ষ্যে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে বিষয়ভিত্তিক মহিলা সমাবেশ, কর্মশালা, আলোচনা সভা, খন্ড সমাবেশ, কমিউনিটি সভা, সেমিনার প্রভৃতি আয়োজন;

 

*      দেশের প্রত্যন্ত অঞ্চলে বিষয়ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন ও লোকসঙ্গীত পরিবেশনের মাধ্যমে জনগনকে উদ্বুকরণ;

 

*      জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জনগনকে অবহিত করতে মাইকিং-এর মাধ্যমে সুনির্দিষ্ট কথামালা/শ্লোগান প্রচার;

 

*      সমসাময়িকসামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, আইন- শৃঙ্খলা ইত্যাদি বিষয়ের উপর দেশেরজনগনের প্রতিক্রিয়া ‘জনমত’ আকারে সরকারের নিকট উপস্থাপন;

 

*      ভোটার তালিকা প্রণয়নে জনসাধারণের করণীয় বিষয়সহ জাতীয় ও স্থানীয় নির্বাচনে নির্বাচনী আচরণবিধি প্রচার ও ভোটদানে জনগণকে উদ্বুদ্ধকরণ;

 

*      অশ্লীল ও সেন্সরবিহীন চলচ্চিত্র প্রদর্শন প্রতিরোধে নিয়মিত সিনেমা হল পরিদর্শন;

 

*      সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি সর্ম্পকিত পোস্টার , স্টিকার, লিফলেট ও প্রচার পুস্তিকা দেশব্যাপী বিতরণ ও স্থাপন;

 

*      সরকারের উন্নয়নমূলক কার্যক্রম এবং জরুরী ও তাৎক্ষণিক ঘটনাবলীর উপর সংবাদ প্রস্ত্তত করে বিভিন্ন গণমাধ্যমে প্রচার;

 

*      সরকারি, বেসরকারি, আন্তর্জাতিক সংস্থা ও স্থানীয় প্রেসের সাথে সমন্বয় সাধন;

 

*      মহামান্যরাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রীবর্গ ও ঊর্ধ্বতন সরকারিকর্মকর্তাদের বিভিন্ন অনুষ্ঠানসহ জাতীয় ও আন্তর্জাতিক  দিবস এবং জাতীয় ওআন্তর্জাতিক পর্যায়ের সম্মেলনে পাবলিক এড্রেসিং ইক্যুপমেন্ট(শব্দযন্ত্র)সরবরাহ;